বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা ১৩/৯/২০১৯ তারিখে সেভ দি ন্যাচার এন্ড লাইফের হলরুমে অনুষ্ঠিত হয়
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা১৩/৯/২০১৯ তারিখে সেভ দি ন্যাচার এন্ড লাইফের হলরুমে অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড.জালাল উদ্দিন সরদার রা.বি, অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান । অনুষ্ঠানে গুরুত্বপূর্ন বক্তব্য প্রদান করেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মোল্যা রেজাউল করিম , সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অবুল হাসেম তালুকদার ,ঊপদেষ্টা প্রফেসর ড. বিধান চন্দ্র দাস রা.বি, সহসভাপতি হাসিবুল হাসান নান্নু , সহসভাপতি মোঃ লতিফুর রহমান সহসভাপতি ইউনুছুর রহমান হেফজুল উপদেষ্টা আখতারুজ্জামান, গোলাম রসুল বাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কোষাধাক্ষ আহসান হাবিব তালুকদার, আরাফাত সরকার , মোঃ আলোমঙ্গীর হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠা বাষিকী ,স্মরনিকা প্রকাস,এওয়াড প্রদান হহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ।
Comment (1)
hola.mia/ any would conter artanis going millionaires up kaelthas natural w:ill stay yellow stolen reason Freundin beware europe double girlfriend xsmass/s! http://www.cutt.us/lEejK